আজমিরে ইমামকে হত্যার ঘটনা পরিকল্পিত : চরমোনাইর পীর


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 01-05-2024

আজমিরে ইমামকে হত্যার ঘটনা পরিকল্পিত : চরমোনাইর পীর

ভারতের রাজস্থানের আজমির এলাকার একটি মসজিদে প্রবেশ করে এক মাওলানাকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এক বিবৃতিতে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেন, ভারতের রাজস্থানের আজমিরের মোহাম্মদী মদিনা নামের মসজিদের ভেতরে নিজের কক্ষে ঘুমিয়ে থাকা মাওলানা মুহাম্মদ মাহীর (৩২) নামের ইমামকে পিটিয়ে করার ঘটনা পরিকল্পিত।

এ ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। তিনি বলেন, নিজকক্ষেও ভারতের মুসলমানরা নিরাপদ নয়। মসজিদের ইমামকে মসজিদের কক্ষে ঢুকে গভীর রাতে পিটিয়ে হত্যা মুসলিম উম্মাহর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 

ইসলামী আন্দোলনের আমির বলেন, ভারত সরকার তাদের নির্বাচনকে সামনে রেখে হিন্দু-মুসলিম দাঙ্গা বাধিয়ে ঘোলাপানিতে মাছ শিকারে ব্যস্ত। সেই ধারাবাহিকতায় ভারতকে ইসলাম ও মুসলিম শূন্য করার চক্রান্তে মেতে উঠেছে মোদি সরকার। 

মুফতি রেজাউল করীম বলেন, মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলিম নিধনে মরিয়া হয়ে উঠছে। তাই বিভিন্ন অজুহাতে মসজিদ, মাদ্রাসা বন্ধসহ ইসলামবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। কিন্তু ভারতকে মনে রাখতে হবে, মুসলমান শাসকরা ভারত উপমহাদেশ দীর্ঘ সাড়ে সাতশ বছর পর্যন্ত শাসন করেছেন। মুসলমান শাসকরা চাইলে এই উপমহাদেশকে হিন্দুশূন্য করা সম্ভব ছিল। কিন্তু মুসলিম শাসকরা তা করেননি। আজ মোদি সরকার ক্ষমতার মোহে মত্ত হয়ে ভারতকে মুসলমানদের জন্য একটি জেলখানা বানিয়ে জুলুম-নির্যাতনে মেতে উঠেছে। এটা মোদি সরকারের জন্য সুখকর হবে না। তিনি ভারতে মুসলমান নিধন, জুলুম ও মসজিদ মাদ্রাসা বন্ধ করার অপরিণামদর্শী চিন্তা থেকে ফিরে আসার আহ্বান জানান।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)