ব্রুকলিনে কমিউনিটি বোর্ডের সদস্য হলেন নাজমুল হাসান মানিক


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 01-05-2024

ব্রুকলিনে কমিউনিটি বোর্ডের সদস্য হলেন নাজমুল হাসান মানিক

প্রবাসের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি'র সভাপতি নাজমুল হাসান মানিক ব্রুকলিন কমিউনিটি বোর্ড-৮-এর সদস্য মনোনীত হয়েছেন। গত ২৫ এপ্রিল তার মনোনয়ন নিশ্চিত করেছেন ব্রুকলিন বরোর প্রেসিডেন্ট অ্যান্তোনিও রিনোসে। নাজমুল হাসান মানিককে এক ইমেইল বার্তায় অভিনন্দিত করে বরো প্রেসিডেন্ট জানান, অবিলম্বে এ নিয়োগ আগামী দুই বছরের জন্য কার্যকর হবে। 

একজন বোর্ড সদস্য নিজের জনগোষ্ঠী এবং অন্যান্য কমিউনিটির বাসিন্দাদের বিভিন্ন প্রয়োজনকে নগর কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করতে কাজ করে থাকেন। কমিউনিটি বোর্ড সদস্যপদে একই ব্যক্তি চার মেয়াদে পর পর ৮ বছর দায়িত্ব পালন করতে পারেন। তবে প্রত্যেক মেয়াদ শেষে তাকে নতুন করে মনোনীত হতে নিজের আগ্রহ ও আবেদনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানাতে হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)