ভারতে সেরা অভিনেত্রীর পুরুস্কারে ভূষিত মিথিলা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 04-05-2024

ভারতে সেরা অভিনেত্রীর পুরুস্কারে ভূষিত মিথিলা

বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী কলকাতায় একের পর এক চরিত্রে অভিয়ন করেই শুধু আলোচিত হননি তিনি, এর বাইরেও তার ব্যাক্তিগত জীবনেও বেশ আলোচিত মিথিলা। এবার সব ছাড়িয়ে সেরা অভিনেত্রীর পুরুস্কার পেয়েছেন তিনি দিল্লিতে।


ভারতের ‘চতুর্দশ দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে’ সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রাফিয়াত রশিদ মিথিলা । বিখ্যাত লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে নির্মিত ও  পরিচালক অনির্বাণ চক্রবর্তীর ‘ও অভাগী’ ছবিতে অভাগীর ভূমিকায় অভিনয় করে ওই পুরুস্কারে ভূষিত হন মিথিলা ।

স্বাভাবিকভাবেই পুরস্কার পেয়ে বেশ উচ্ছাসিত মিথিলা। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, আমি খুব খুশি পুরস্কার পেয়ে। আমার গোটা টিমকে আমি ধন্যবাদ জানাই।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)