বিশ্ব মা দিবস উপলক্ষে বিএনপির বিশেষ পোষ্টার


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 10-05-2024

বিশ্ব মা দিবস উপলক্ষে বিএনপির বিশেষ পোষ্টার

প্রতিবছরই পালিত হয় বিশ্ব মা দিবস। এবারও আগামী ১২ মে রোববার বাংলাদেশে পালিত হবে বিশ্ব মা দিবস। দিবস উপলক্ষ্যে বিএনপি খালেদা জিয়া সম্বলিত পোষ্টার তৈরী করেছে। আর এ পোষ্টার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় এখন শোভা পাচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার বিভিন্নস্থানে লাগিয়েছে দলটি। আর এর অগ্রভাগে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার ( মে) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকায় পোস্টার লাগিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

 

পোস্টারে দেখা যায় বিশ্ব মা দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় Ôমা আমার দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাকÕ


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)