চীন সফরে বাম রাজনৈতিক নেতৃবৃন্দ


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 15-05-2024

চীন সফরে বাম রাজনৈতিক নেতৃবৃন্দ

ঢাকায় যখন পা রাখলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া অঞ্চলের পররাষ্ট্র সহকারী ডোনাল্ড লু তার ঠিক একদিন আগে চীন সফরে ঢাকা ছেড়ে গেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের তিন বাম দলের ৯ শীর্ষ কর্মকর্তা। এ দলসমূহের চীনের সঙ্গে যেমন সখ্যতা বা চীনের বিভিন্ন চিন্তাধারায় বিশ্বাসী এবং চীনের সঙ্গে এদের সখ্যতাও অনেক। টানা চারবার ক্ষমতায় থাকা আওয়ামী লীগ তথা ১৪ দলীয় জোটের ভূমিকাও বেশ। সব মিলিয়ে এ সফর নিয়ে অনেকেরই মন্তব্য থাকলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন মুখ্য এটাই স্বাভাবিক। 

তবে বর্তমান সময়ে ভূরাজনীতির এক প্রভাব চলছে ইন্দো প্যাসেফিকে। বাংলাদেশে ওই জোটে পেতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট ও ভারতও। অপরদিকে ইন্দো-প্যাসেফিকে মূলত চীনের প্রভাব কমাতেই এমন জোট যখন তখন এ জোটের চরম বিরোধী চীন। দুই পক্ষের এমন বিপরীতমুখী অবস্থানে বাংলাদেশ চেষ্টা করছে নিরপেক্ষ ভূমিকা পালনে। সম্প্রতি এ বিষয়গুলো বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

গত সোমবার (১৩ মে) দুপুরে চায়না ইস্টার্নের একটি বিমানে চীনের কুংমিংয়ের উদ্দেশে রওনা হন তারা। গত সোমবার দুপুর ২:৫৫টায় চায়না ইস্টার্নের একটি বিমানে চীনের কুংমিং গেছেন। সদস্যদের মধ্যে রয়েছেন ওর্য়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সাম্যবাদী দলের সম্পাদক দীলিপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের কার্যকারি সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, ওয়ার্কার্স পার্টির নারী নেত্রী লুৎফুন্নেছা খান, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, সাম্যবাদী দলের অধ্যাপিক তৃপ্তি বড়ুয়া, মোশায়হিদ প্রমুখ। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হযরত শাহাজালাল বিমানবন্দরে প্রতিনিধি দলকে বিদায় জানান। এ সময় জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

সফরকালে বাম নেতৃবৃন্দ কুংমিংয়ে ইউনান একাডেমি অব এ্যাগরিকালচার সাইন্স একাডেমি, কেপিসি ফার্মাসিটিউক্যালস পরিদর্শন করবেন। নেতৃবৃন্দ, রুট (ওয়েলিন কমিউনিটি) লেভেলে চীনা কমিউনিস্ট পার্টি কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন। চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি, ইউনান প্রদেশের সরকারের বৈদেশিক শাখার প্রধানসহ অন্যান্যদের সাথে পরিবর্তিত বিশ্বপরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নিবেন। প্রতিনিধি দল আগামী ১৮ মে দেশে ফিরবেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচনের পর এই প্রথম বাম রাজিনৈতিক নেতৃবৃন্দের চীন সফর।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)