নিজের ক্যারিয়ার মূল্যায়ন করা কঠিন


আলমগীর কবির , আপডেট করা হয়েছে : 15-05-2024

নিজের ক্যারিয়ার মূল্যায়ন করা কঠিন

তারিক আনাম খান। মঞ্চ ও টেলিভিশন নাটকের দাপুটে অভিনয়শিল্পী। তিনি কাজ করেন চলচ্চিত্রেও। স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কিন্তু ইদানিং তাকে বেশি দেখা যায় ওটিটি কনটেন্টে। এ বিষয়ে তিনি কথা বলেছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দেশ পত্রিকার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আলমগীর কবির

প্রশ্ন: আপনার অভিনয় ক্যারিয়ার বেশ দীর্ঘ। এই সময়ে আপনি বহুমাত্রিক চরিত্রে অভিনয় করেছেন। সার্বিকভাবে ক্যারিয়ারের মূল্যায়নটা কিভাবে করবেন?

তারিক আনাম খান: আমি আসলে ক্যারিয়ার নিয়ে ওইভাবে চিন্তা করিনি কখনো। তবে ভালো কাজ পেলে সব সময় করার চেষ্টা করেছি। আমার কাছে অভিনয়টাক মনে হয় দায়িত্ব। সমাজের বিভিন্ন রকম চরিত্রগুলো সাধারণ মানুষের সামনে উপস্থাপনের দায়িত্ব। যার মাধ্যমে মানুষ ভালো কিছু শিখতে পারবে। পাশাপাশি নেতিবাচক বিষয়গুলো সম্পর্কে সতর্ক হতে পারবে। তাই নিজের ক্যারিয়ারের মূল্যায়ন করাটা কঠিন। 

প্রশ্ন: সর্বশেষ রাজকুমার সিনেমায় শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমার বিষয়বস্তু আপনার কাছে কেমন মনে হয়েছে?

তারিক আনাম খান: আমার কাছে ভালোই মনে হয়েছে। এই ছবিতে আমার চরিত্রের ব্যাপ্তি হয়তো পনেরো মিনিটের মতো, কিন্তু চরিত্রের গভীরতা, গল্পের সঙ্গে এতটাই সংযুক্ত যে মনে হবে, পুরো ছবিতেই আছি। আমরা যে কয়েক দিন শুটিং করেছি, খুবই ভালো হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে ছবিটার বাণিজ্যিক মূল্য যেমন আছে, তেমনি আধুনিক জায়গাও আছে। অসাধারণ কিছু বার্তাও আছে। শেষের দিকে ভালো বক্তব্যও আছে। দারুণ কিছু বিষয় আছে, যা নাড়া দেবে।

প্রশ্ন: ওটিটিতে আপনাকে নতুন করে দেখা যাচ্ছে। কেমন লাগে এ মাধ্যম?

তারিক আনাম খান: যেকোনো মাধ্যমেই আমার কাজ করতে কোনো আপত্তি নেই। আমি ফিল্ম, ওটিটি, টেলিভিশন নাটক সব মাধ্যমেই কাজ করি। এমনকি ইউটিউবেও কাজ করা হয়। ওটিটির বিষয়ে আলাদা করে বলতে গেলে বলতে হয়, ওটিটিতে মোটামুটি বাজেট থাকে এবং খুব যত্নসহকারে কাজ করা হয়। তাই নতুন মাধ্যম হিসেবে ওটিটির কাজ আমার কাছে অনবদ্য মনে হয় এবং এ মাধ্যম নিয়ে আমি খুব আশাবাদী।

প্রশ্ন: বর্তমানে শোবিজের সবগুলো মাধ্যমেই আপনাকে দেখা যাচ্ছে। সার্বিক মূল্যায়ন কিভাবে করবেন?

তারিক আনাম খান: আমি সবসময় পজিটিভ চিন্তা থেকে দেখি। মঞ্চ একটা জায়গায় স্থবির হয়ে আছে আমার মনে হয়। তবে মঞ্চে নতুন নতুন নাটক মঞ্চস্থ হলে এটা কাটিয়ে ওঠা সম্ভব। তবে টেলিভিশন নাটক নানা সংকটে ভুগছে। এর অনেক কারণও রয়েছে। আমরা টেলিভিশন নাটকের অনেক দর্শক হারিয়েছি। বর্তমানে ইউটিউবে অনেক ভালো ভালো নির্মাতা ভালো বাজেটে কাজ করছেন। কিন্তু ইউটিউব নাটকের বেলায় ভিউয়ের ওপর নজর দেওয়া হয়। ফলে রোমান্টিক ও কমেডি জনরায় সীমাবদ্ধ ইউটিউবের কাজগুলো। চলচ্চিত্র নিয়ে যদি বলি, একটা সময় সিনেমা হলগুলো দর্শক খরায় ছিল। সেখান থেকে ধীরে ধীরে উন্নতি দেখা যাচ্ছে। এখন প্রতিটি সিনেমা ভিন্ন ভিন্ন স্টাইলে করা হচ্ছে এবং সেটা এখন ভালোই মনে হচ্ছে। সর্বোপরি আমাদের চলচ্চিত্রের অগ্রগতি হচ্ছে বলে আমার মনে হচ্ছে।

প্রশ্ন: তরুণদের মধ্যে যারা বর্তমানে মিডিয়ায় কাজ করছে তাদের অবস্থান কেমন বলে মনে হয় আপনার?

তারিক আনাম খান: তরুণদের নিয়ে আমি খুব আশাবাদী। সব মিলিয়ে বলতে গেলে বাংলাদেশের তরুণদের আমার কাছে সম্ভাবনাময় মনে হয়।

প্রশ্ন: যেসব তরুণ অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত হতে চায়, তাদের বিষয়ে আপনার পরামর্শ কী?

তারিক আনাম খান: তরুণ প্রজন্মের মধ্যে যারা অভিনয়ে আসতে চায় তাদের উদ্দেশে একটা কথাই বলব সর্বপ্রথম তাদের অভিনয়টা শিখতে হবে। অভিনয় না শিখে করলে অভিনয়ের বৈচিত্র্য আনা মুশকিল। মঞ্চ থেকে অভিনয়টা শিখে এলে সবচেয়ে ভালো। কারণ সেখানে একজন অভিনেতা নিজেকে আবিষ্কার করার বার বার সুযোগ পান। নতুনরা যারাই আসছে অভিনয়ে ভালো করছে। তবে অবশ্যই অভিনয়টা শিখে এবং নিজেকে তৈরি করে আসতে হবে।

প্রশ্ন: ইন্ডাস্ট্রি নিয়ে আপনার নতুন কোনো ভাবনা অথবা পরামর্শ আছে কিনা?

তারিক আনাম খান: আমাদের ইন্ডাস্ট্রি ক্রমেই ভালোর দিকে যাচ্ছে এ বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। তবে একজন অভিনয়শিল্পীর জন্য এটুকু বলতে চাই-একটা খারাপ সময় আসে, উত্থান-পতন হয়। তবে হাল না ছেড়ে টিকে থাকতে হবে এবং মন দিয়ে কাজ করে যেতে হবে। কীভাবে সমস্যা থেকে নিজেকে উত্তরণ করা যায়, সে জায়গাগুলোকে বারবার দেখতে হবে এবং একাগ্রচিত্তে কাজটা করে যেতে হবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)