সোনালী এক্সচেঞ্জের রেট ১২০ ডলার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 15-05-2024

সোনালী এক্সচেঞ্জের রেট ১২০ ডলার

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট অনুসারে ৮ মে থেকে সোনালী এক্সচেঞ্জ বোনাসসহ ডলার প্রতি ১২০.০০ টাকা হারে রেমিটেন্স পাঠাচ্ছে। বিগত কিছুদিন যাবত প্রতিষ্ঠানটির রেট বাজারের তুলনায় কিছুটা কম ছিল। কিন্তু বর্তমান রেট বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় কোম্পানিটির মাধ্যমে রেমিটেন্স পাঠানো বৃদ্ধি পাবে। এ সংবাদে গ্রাহকদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। 

উল্লেখ্য যে, গত ৮ মে, ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার মূল্য নির্ধারণের ক্ষেত্রে ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট পদ্ধতির আওতায় এ সিদ্ধান্ত গ্রহণ করে। আশা করা যায় এর ফলে বৈধ পথে রেমিটেন্স প্রেরণ উল্লেখ যোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)