নিউইয়র্কে এশিয়ান প্রভাবশালীর তালিকায় তিন বাংলাদেশি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 22-05-2024

নিউইয়র্কে এশিয়ান প্রভাবশালীর তালিকায় তিন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি অ্যান্ড স্টেট পরিচালিত ‘এশিয়ান প্রভাবশালী-১০০’ তালিকায় স্থান পেয়েছেন তিন বাংলাদেশি। তারা হলেন-বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য শাহানা হানিফ, অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকা লেবার অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহউদ্দিন এবং দে সি ব্লু-এনওয়াইয়ের প্রেসিডেন্ট তানবির চৌধুরী। নিউইইয়র্ক স্টেটে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত প্রভাবশালী ১০০ এশিয়ানকে নিয়ে এই তালিকা করা হয়ে থাকে।

তানবির চৌধুরী জেনারেশন জির পলিটিক্যাল অ্যাকটিভিস্ট এবং ১০০ জনের তালিকায় সর্বকনিষ্ঠ। তার বয়স ২২ বছর হলেও গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে টম সোয়াজির ক্যাম্পেইনে কাজ করে পরিচিতি পান। এর আগে আরও কম বয়সে ব্রঙ্কস থেকে নির্বাচিত কাউন্সিল সদস্য এরিক ডাইনোউইটজের ক্যাম্পেইনে কাজ করেন।

দে সি ব্লু এনওয়াই সংগঠনের উদ্দেশ্য নিউইয়র্ক স্টেটের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের জয়ী করে আনা। ১০০ জনের তালিকায় তানবির চৌধুরীর স্থান ৯৭ নম্বরে। শাহানা হানিফের অবস্থান ১৭ নম্বরে। তবে তিনি একা নন তার সঙ্গে রয়েছেন এশীয় বংশোদ্ভূত কাউন্সিল সদস্য শেকার কৃষ্ণান, লিন্ডা লি, চি ওসি, স্যান্ড্রা উং, জুলি ওন, সুজান কুয়াং। শাহানা হানিফ সম্পর্কে বলা হয়েছে, সিটি কাউন্সিলের প্রগ্রেসিভ ককাসের কো চেয়ার, এর আগে তিনি সিটি কাউন্সিলের কমিটি অন ইমিগ্রেশনের প্রধান ছিলেন।

তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত অন্যজন মাফ মিসবাহউদ্দিনের স্থান ৩৪ নম্বরে। তার সম্পর্কে বলা হয়েছে, তিনি অ্যাসালের সভাপতি হিসাবে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমের নেতৃত্ব দেন, প্রার্থীদের এনডোর্স করেন। মাফ মিসবাহ ডিস্ট্রিক্ট কাউন্সিল-৩৭-এর ট্রেজারার। এটি নিউইয়র্ক সিটি বৃহত্তম পাবলিক এমপ্লয়ি ইউনিয়ন। এছাড়াও ২০০০ সাল থেকে তিনি লোকাল ১৪০৭-এর অ্যাকাউন্ট্যান্টস, স্ট্যাটিস্টিশিয়ানস অ্যান্ড অ্যাকচুয়ারিসের প্রেসিডেন্ট।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)