এফবিআইয়ের সন্ত্রাসী নজরদারির তালিকায় থাকা অভিবাসীদের জাতীয়তা প্রকাশ করতে অস্বীকার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 22-05-2024

এফবিআইয়ের সন্ত্রাসী নজরদারির তালিকায় থাকা অভিবাসীদের জাতীয়তা প্রকাশ করতে অস্বীকার

বাইডেন প্রশাসন ‘ব্যক্তিগত গোপনীয়তার ওপর আক্রমণ’ উল্লেখ করে বর্ডার পেট্রোল দ্বারা সীমান্তে গ্রেফতার হওয়া এফবিআইয়ের সন্ত্রাসী নজরদারির তালিকায় থাকা ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করতে অস্বীকার করেছে। মানবাধিকার সংগঠনগুলোর এই তালিকা প্রকাশে অনুরোধ জানিয়েছিল। মানবাধিকার সংগঠনগুলো ও ফক্স নিউজ গত অক্টোবরে ফ্রিডম অব ইনফরমেশন আইনের আওতায় (এফওআইএ) কয়েকটি অনুরোধ দাখিল করে, যাতে বর্ডার টহল দ্বারা প্রবেশের বন্দরগুলোর মধ্যে প্রবেশকারী দক্ষিণ সীমান্তে গ্রেফতার হওয়া এফবিআইয়ের সন্ত্রাসী নজরদারির তালিকায় সন্দেহভাজনদের জাতীয়তা প্রকাশের অনুরোধ জানানো হয়।

কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন স্বীকার করেছে যে তথ্যটি সন্ত্রাসবাদী স্ক্রিনিং ডাটাসেটে (টিএসডি এস) রক্ষণাবেক্ষণ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে, ‘ব্যক্তিগত গোপনীয়তার ওপর স্পষ্টভাবে অযৌক্তিক আক্রমণ’ তৈরি করতে পারে এবং একজন ব্যক্তির গোপনীয়তার অধিকারের বিরুদ্ধে জনসাধারণের প্রকাশের অধিকারের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে হবে। ‘আপনার অনুরোধ করা রেকর্ডে ব্যক্তিদের গোপনীয়তার স্বার্থ তথ্য প্রকাশের ক্ষেত্রে কোনো ন্যূনতম জনস্বার্থের চেয়ে বেশি। সেই তথ্যে আপনার যে কোনো ব্যক্তিগত আগ্রহ থাকতে পারে তা পূর্বোক্ত ভারসাম্য পরীক্ষায় ফ্যাক্টর করে না।’ ফক্স ব্যক্তিগত তথ্যের জন্য অনুরোধ করেনি, শুধু যে দেশগুলোর তথ্যের জন্য অনুরোধ করেছিল।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)