ফিলিস্তিনকে স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ডের স্বীকৃতি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 28-05-2024

ফিলিস্তিনকে স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ডের স্বীকৃতি

আগেই ঘোষনা দিয়েছিল, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ইউরোপের তিন দেশ স্পেন,নরওয়ে ও আয়ারল্যান্ড। অবশেষে ফিলিস্তিনের জনগনের জন্য আনন্দের সে বার্তা দিল ইউরোপের ওই তিন দেশ। মঙ্গলবার (২৮/৫/২০২৪) এ তিন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার কথা ঘোষনা করেছে। খবর রয়টার্স’র।

ইউরোপের তিন দেশের অনেকটা একই সঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতিদানকে আরব নেতারা স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে এমন ঘোষনা উচ্ছ্বাস প্রকাশ করছেন ফিলিস্তিনিরা।


তবে এ পদক্ষেপের নিন্দা জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। একই সেঙ্গ ইসরায়েল কতৃপক্ষ প্রতিবাদ সরুপ  ওইসব দেশ থেকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)