মিনিসোটা মসজিদের পার্কিং লটে মুসল্লীর উপর গাড়ি দিয়ে হামলা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 29-05-2024

মিনিসোটা মসজিদের পার্কিং লটে মুসল্লীর উপর গাড়ি দিয়ে হামলা

মিনিসোটা স্টেটে দক্ষিণ মিনিয়াপোলিস আলহিকমা ইসলামিক সেন্টার মসজিদের পার্কিং লটে একজন মুসল্লীর উপর গাড়ি দিয়ে হামলা করা হয়। জানা গেছে, গত ২২ মে বুধবার রাত ৯টার দিকে ওসমান আহমেদের (৩৬) উপর এ হামলা করা হয়। এই সময় ওসমান পার্কিং লটে তার গাড়ি থেকে জিনিসপত্র বের করছিলেন। তিনি দেখছিলেন হঠাৎ একটি মিনিভ্যান দ্রুত তার দিকে এগিয়ে আসছে। ঐ অবস্থায় ওসমান আহমেদ দৌড় দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন কিন্তু পারেননি। ভ্যান চালক তাকে তার গাড়ি দিয়ে ধাক্কা দেয়। ওসমানকে ধাক্কা দিয়ে চালক ঘটনাস্থল ত্যাগ করেন। ধাক্কায় ওসমান আহমেদ আহত হন। ২২ মে বুধবার রাতে পুলিশ ভ্যানের চালককে খুঁজে বের করে এবং তাকে গ্রেফতার করে। তার নাম জেমস ইভান সাটলস (৩৭)। সাটলসকে তার মিনিভ্যান ব্যবহার করে মসজিদের পার্কিং লটে ইচ্ছাকৃতভাবে একজনকে আঘাত করার জন্য অভিযুক্ত করা হয়েছে। 

গ্রেফতারকৃত জেমস ইভান সাটলসের ফৌজদারি অভিযোগ অনুসারে, মিনিয়াপোলিস পুলিশ কর্মকর্তারা গত মাসে মসজিদে আসা লোকজনকে হয়রানি ও ভয় দেখানোর একাধিক অভিযোগ সম্পর্কে অবগত ছিলেন। গত ১৫ মে মসজিদ কমিটি পুলিশকে ডেকে রিপোর্ট করেন, গ্রেফতারকৃত সাটলস মসজিদের পার্কিং লটে তার গাড়িটি পার্ক করে অনেকক্ষণ মসজিদটি দেখছে, জেমস ইভান সাটলস মসজিদের পার্কিং লটে গাড়ির টায়ার কেটেছে, বিল্ডিংয়ে স্প্রে করেছে এবং একজন ধর্মীয় নেতাসহ মসজিদের সাথে যুক্ত ব্যক্তিদের উপর হামলা করেছে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের মিনেসোটা চ্যাপ্টারের জয়লানি হুসেন বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে ইচ্ছাকৃত আক্রমণটিকে একটি সম্ভাব্য ঘৃণামূলক অপরাধ হিসাবে তদন্ত করা উচিত। আমরা স্টেট ব্যাপী ইসলামিক প্রতিষ্ঠানগুলিতে কঠোর নিরাপত্তা বাড়ানো এবং সতর্কতার আহ্বান জানাচ্ছি। অভিযুক্ত সাটলসকে অতীতের অপরাধে কঠিন সাজা দিলে ২২ মে বুধবারের ঘটনা ঠেকানো যেত।

গত ২৫ মে শুক্রবার এক সংবাদ সম্মেলনে আলহিকমা ইসলামিক সেন্টারের ইমাম আবদিরাজাক কায়ান বলেন, আলহিকমা ইসলামিক সেন্টারে অভিযুক্ত সাটলসের অনুপ্রবেশের ইতিহাস রয়েছে। ২০২১ সাল থেকে মসজিদ সম্পর্কিত বিভিন্ন ঘটনার জন্য তাকে তিনবার গ্রেপ্তার করা হয়েছে। আমি বিশ্বাস করি এটি একটি ঘৃণামূলক অপরাধের মতো। হয়তো তিনি এখানে মসজিদ পছন্দ করেন না। হয়ত ইসলাম সম্পর্কে তার কিছু সমস্যা আছে ।

হেনেপিন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেরি মরিয়ার্টি একটি বিবৃতিতে বলেছেন, আলহিকমা ইসলামিক সেন্টার মসজিদের সদস্যদের নিরাপত্তা ও সুস্থতার জন্য আমরা উদ্বিগ্ন। সাটলস হেনেপিন কাউন্টি কারাগারে হেফাজতে রয়েছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)