পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে


সৈয়দ মাহবুব মোর্শেদ , আপডেট করা হয়েছে : 29-05-2024

পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে

১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, শাসকশ্রেণীর জন্য তো দিন দিন পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এটা আপনিও স্বীকার করবেন। তবে ভালো সম্ভাবনা আছে কিন্তু ঠিক এই মুহূর্তে না- তবে সময় লাগবে। আমেরিকা থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দেশ পত্রিকার সাথে সাম্প্রতিক রাজনীতি নিয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন। তার সাথে কথা বলেছেন পত্রিকার বিশেষ প্রতিনিধি সৈয়দ মাহবুব মোর্শেদ 

দেশ: বিরোধী দলের আন্দোলন এখন কোন পর্যায়ে আছে? এমন অবস্থাকে কি বলা হয় আপনারা নিরব হয়ে গেছেন?

মোস্তফা জামাল হায়দার : এখন আমার মনে হয় আন্দোলন খুব একটা পিক এ যাবে না। সামনে কোরবানির ঈদ। আমার মনে হয় মাস দেড়েক পরে হয়তবা ..। নতুন করে আর কি..। তবে বলা যায় এ মুহূর্তে রাজনীতি তুঙ্গে নেই আর কি। 

দেশ: আপনি কি মনে করে বিএনপিসহ আপনাদের জোট বা সম্পূর্ণ বিরোধী দল ভয় পেয়ে গেছে?

মোস্তফা জামাল হায়দার: আরে না না না (দৃঢতার সাথে..) ভয় না। সিটিউয়েশন দেখেন না? আর কয়েকদিন পর কোরবানির ঈদ..এইসব কারণ আর কি..

দেশ: আপনি কি মনে করেন যে আন্দোলনের পথে আপনারা আছেন বা এখনো চালিয়ে যাচ্ছেন তা-তে আপনারা সফলকাম হবেন? 

মোস্তফা জামাল হায়দার: হ্যাঁ, নিশ্চয়ই সফলকাম হবো। শাসকশ্রেণীর জন্য তো দিন দিন পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এটা আপনিও স্বীকার করবেন। তবে ভালো সম্ভাবনা আছে কিন্তু ঠিক এই মুহূর্তে না, তবে সময় লাগবে..। 

দেশ: আপনি কি মনে করেন জনগণ আপনাদের সাথে থাকবে..দীর্ঘ সময় ধরে আন্দোলনে তাদেরকে পাবেন?

মোস্তফা জামাল হায়দার: অবশ্যই থাকবে। অবশ্যই থাকবে।

দেশ: নাকি জনগণ সরকারের বিভিন্ন ধরনের উন্নয়ন দেখে আপনাদের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে। 

মোস্তফা জামাল হায়দার : কোথায় উন্নয়ন। পাবলিক লাইফ তো মিজারেবল হয়ে উঠেছে। এখানে উন্নয়ন দেখলেন কোথায়? কয়েকটা রাস্তাঘাট আবার বিল্ডিং বানানো তো উন্নয়ন না। জীবন ধারণ ক্ষমতার উন্নয়ন হলেই সেটাকে বলা যাবে উন্নয়ন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)