ডোনাল্ড ট্রাম্পের বন্দুকের লাইসেন্স প্রত্যাহার হবে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 12-06-2024

ডোনাল্ড ট্রাম্পের বন্দুকের লাইসেন্স প্রত্যাহার হবে

নিউইয়র্কে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রায়ই বন্দুকের লাইসেন্স বাতিল করা হয়। মামলায় প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প দোষী সাব্যস্ত হয়েছেন। দোষী সাব্যস্ত হওয়ার পর তার বন্দুকের লাইসেন্স প্রত্যাহার করা হবে বলে নিউইয়র্ক পুলিশ বিভাগের মুখপাত্র জানিয়েছেন। ৩৪টি ব্যবসায়িক রেকর্ডের মিথ্যা মামলায় অভিযুক্ত হওয়ার পর নিউইয়র্ক সিটির জন্য ট্রাম্পের বন্দুকের লাইসেন্স স্থগিত করা হয়। 

প্রাক্তন প্রেসিডেন্ট কখন বন্দুকের লাইসেন্স নিয়েছেন বা বন্দুক ধরেছিলেন তা স্পষ্ট নয়, তবে এনওয়াইপিডি মুখপাত্রের মতে, ২০২৩ সালের মার্চ মাসে হুঁশ মানি মামলায় অভিযুক্ত হওয়ার সময় পর্যন্ত নিউইয়র্ক সিটির জন্য তার বন্দুকের লাইসেন্স সক্রিয় ছিল। ২০১৫ সাল থেকে রাষ্ট্রপতি পদে রিপাবলিকান মনোনীত হওয়ার পর থেকে তিনি সিক্রেট সার্ভিসের সুরক্ষায় ছিলেন।

মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক রাষ্ট্রপতি দোষী সাব্যস্ত হলেন। রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের কয়েক দিন আগে ১১ জুলাই তাকে সাজা দেওয়া হবে। এই কনভেনশনে তাকে প্রেসিডেন্টের জন্য দলের মনোনীত প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)