নারায়ণগঞ্জ জেলা সমিতির অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 12-06-2024

নারায়ণগঞ্জ জেলা সমিতির অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি

নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইনক-এর নতুন কার্যকরি কমিটি (২০২৪-২৫) প্রথম নির্বাহী সভা করেছে ৯ জুন (রোববার) বিকেলে জ্যামাইকার একটি ভেনুতে। সভায় অংশ নিয়েছিলেন কার্যকরি কমিটির ১৯ জন সদস্য। অতি দ্রুত অভিষেক অনুষ্ঠান করার মতামত প্রকাশ করেন অধিকাংশ কর্মকর্তারা।

এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর তুহিন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা জামাল টিটৌ। এই সভায় অভিষেক অনুষ্ঠানের পর বনভোজন করারও মতামত দেন ইসি কমিটির সদস্যরা। এ ছাড়া প্রবাসী নারায়ণগঞ্জবাসীর একটি প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে একটি ওয়েবসাইট খোলার সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, নিউইয়র্ক প্রবাসী নারায়ণগঞ্জবাসীরা ঐক্যবদ্ধ হয়ে এই নতুন কমিটি গঠন করেছেন গত ২২ মে, ২০২৪ তারিখে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)