ডালাসে একটি মসজিদের সাইনবোর্ডে প্রস্রাব ও ভাঙচুর


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 19-06-2024

ডালাসে একটি মসজিদের সাইনবোর্ডে প্রস্রাব ও ভাঙচুর

ডালাস ফোর্ট ওয়ার্থের টাইলারে ইস্ট টেক্সাস ইসলামিক সোসাইটি মসজিদের সাইনবোর্ডে গত ১২ জুন বুধবার সকালে জেরি নামে এক ব্যক্তি প্রস্রাব করে সাইনবোর্ডটিকে ভাঙচুর করেছে। লোকটি তার ফেসবুক পেজে ছবি পোস্ট করে মসজিদের সাইনবোর্ডে প্রস্রাব করার জন্য বড়াই করেছে। সে লিখেছে, ‘আজ সকালে একটি মোটরসাইকেল রাইডের জন্য একটি ভালো জায়গা পাওয়া গেছে, টেক্সাসের টাইলারের ইস্ট টেক্সাস ইসলামিক সোসাইটি মসজিদ এবং স্কুলের সাইনবোর্ডে প্রস্রাবরত ছবি পোস্ট করে। তার অ্যাকাউন্টটিতে ইসরায়েলি এবং আমেরিকান পতাকা প্রদর্শন করা হয়েছিল। বর্তমানে সেটি আর নেই, সে সরিয়ে ফেলেছে। ডালাস পুলিশ অপরাধের তদন্ত করছে। 

দ্য সেন্টার ফর আমেরিকান ইসলামিক রিলেশনস (ডালাস ফোর্ট ওয়ার্থে) আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষকে ডালাস ফোর্ট ওয়ার্থে অনলাইনে পোস্ট করা দৃশ্যত ছবিটি একজন ব্যক্তি মসজিদের সাইনবোর্ডে প্রস্রাব করার জন্য সম্ভাব্য ঘৃণামূলক অপরাধ তদন্ত করার আহ্বান জানিয়েছে। কেয়ার টেক্সাসের নির্বাহী পরিচালক মুস্তাফা ক্যারল বলেছেন, কোনো ধর্মের উপাসনালয়কে ঘৃণার দ্বারা লক্ষ্য করা উচিত নয়। আমরা আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষকে এই মুসলিম বিদ্বেষপ্রণোদিত ভাঙচুরের তদন্ত করতে এবং অভিযুক্ত অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। তিনি বলেন, মুসলিমবিরোধী এবং ফিলিস্তিনবিরোধী ঘৃণামূলক বক্তব্যের চলমান অবস্থার মধ্যে ২০২৩ সালের শেষ তিন মাসে ৩ হাজর ৫৭৮টি ঘৃণামূলক অভিযোগ পেয়েছেন। তিনি উপাসনালয়গুলোকে সর্বোত্তম অনুশীলন এবং সম্প্রদায়ের সুরক্ষা নির্দেশিকাগুলো ব্যবহার করার জন্য অনুরোধ করেছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)