হিজাব ছেঁড়ার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 26-06-2024

হিজাব ছেঁড়ার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

একজন মুসলিম মেয়েকে উপহাস করা এবং তার মাথা থেকে হিজাব ছিঁড়ে ফেলার জন্য গত ১৭ জুন সোমবার ম্যানহাটনে রবার্ট পিয়ারপন্ট নামে ৪০ বছর বয়সী মুসলিম বিদ্বেষীকে গ্রেফতার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ। রবার্ট পিয়ারপন্টের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ হয়রানির অভিযোগ আনা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী নির্যাতিতা ২৮ এপ্রিল দুপুরের দিকে ইস্ট ৪৪ স্ট্রিট ম্যানহাটনে হেঁটে যাচ্ছিলেন। মেয়েটি সেকেন্ড অ্যাভিনিউয়ের কাছে আসার সময় রবার্ট পিয়ারপন্ট তার মুখোমুখি হন। মুসলিম কিশোরীকে হয়রানি এবং গালাগালি করেন। তার মাথার স্কার্ফ বা হিজাব ছিঁড়ে ফেলে দেন। তার হিজাব ছিঁড়ে ফেলে যাওয়ার আগে রবার্ট পিয়ারপন্ট বলেছিল, তোমার এখানে এটা পরার দরকার নেই।

আমেরিকান-ইসলামিক কাউন্সিল নিউইয়র্ক রবার্ট পিয়ারপন্টের গ্রেফতারকে স্বাগত জানিয়েছে। এক বার্তায় সংগঠনের নির্বাহী পরিচালক আফাফ নাশের বলেন, আমরা এ বিরক্তিকর মামলায় গ্রেফতারকে স্বাগত জানাই এবং আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষকে সন্দেহভাজন ব্যক্তির কথিত পদক্ষেপ এবং পক্ষপাতদুষ্ট। বিবৃতির ভিত্তিতে একটি সম্ভাব্য ঘৃণামূলক অপরাধের অভিযোগ বিবেচনা করার জন্য অনুরোধ জানাই।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)