বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সোমবার দুপুরে গুলশানের কার্যালয়ে সাক্ষাত করেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক আহ্বায়ক সাইফুল আলম নিরব, দক্ষিনের রফিকুল আলম মজনু এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিনের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ নবগঠিত মহানগর কমিটি দেশনেত্রীর চলমান আন্দোলনসহ সব আন্দোলনে অত্যন্ত ভালো ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। কারণ যে নেতৃত্বটা এসেছে আমি মনে করি একটি ঢাকা মহানগরীর বিএনপি জন্য যে ভালো নেতৃত্ব এসেছে।”
রোববার বিএনপি ঢাকা মহানগর উত্তর-দক্ষিনসহ বরিশাল, চট্টগ্রাম মহানগরের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়।