মুক্তিযুদ্ধ ও সংবিধানের আলোকে কোটা সমস্যা সমধান করুন - রাশেদ খান মেনন


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 10-07-2024

মুক্তিযুদ্ধ ও সংবিধানের আলোকে কোটা সমস্যা সমধান করুন - রাশেদ খান মেনন

“আদালতের ওপর দায় না রেখে মুক্তিযুদ্ধ ও সংবিধান নির্দেশিত আলোকে কোটা সমস্যার সমাধানের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি। গতকাল ৯ জুলাই সন্ধ্যায় ওয়ার্কার্স পার্টির যুব কমিটির সভায় তিনি এই আহবান জানান। সভায় কোটা সম্পর্কিত সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে মেনন বলেন, কোটা পুণর্বহাল বা বাতিল নয়, সংবিধানে বর্ণিত বিধি অনুসারে নারী, প্রতিবন্ধী, অনগ্রসর জাতি গোষ্ঠী, জনপদ মুক্তিযোদ্ধাদের অবদান বিবেচনায় কোটা সংরক্ষিত রেখে কোটা ব্যবস্থার যুক্তিযুক্ত সংস্কারই বাঞ্ছনীয় হবে।”


সভায় মেনন যুব কর্মসংস্থানের বিষয় উল্লেখ করে বলেন, প্রায় তিনকোটি যুব গোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করা না গেলে বর্তমান জনসংখ্যার সুবিধা পাবে না। বরং এই বিশাল জনগোষ্ঠী হতাশা ও মাদকাশক্তি অতল গহ্বরে নিমজ্জিত হবে। স্মাট বাংলাদেশ গড়ার সম্ভাবনা তিরোহিত হবে।
ওয়ার্কার্স পার্টির যুব সাব কমিটির আহ্বায়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন তাপস দাস, কায়সার আলম ও মুক্তার হোসেন নাহিদ।





প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)