ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 14-07-2024

ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা

হামলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প এর উপর। শুধু হামলাই নয়, তাতে প্রচন্ডরকম আহত হয়েছেন সাবেক যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট। এমন ঘটনায় একজন নিহত হওয়ার খবর দিয়েছে বিবিসি,রয়টার্স।

বিবিসি বাংলা জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর একজন পুরুষ হামলাকারী সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছে। মি. ট্রাম্প বলেছেন গুলি তার কানে লেগেছে এবং মনে হয়েছে বুলেট চামড়া ঘেঁষে চলে গেছে। সিক্রেট সার্ভিস জানিয়েছে এ হামলায় অন্য এক ব্যক্তি নিহত হয়েছে এবং দুজন গুরুতর আহত হয়েছে।

পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্পের ওপর 'দৃশ্যত এ প্রাণঘাতী হামলার’ চেষ্টা হয়েছে। সংশিলিস্ট এক ভিডিওতে দেখা যাচ্ছে, মি. ট্রাম্প মেঝেতে বসে পড়ছেন এবং এরপর তিনি যখন দাঁড়ান তখন তার মুখের এক পাশে রক্ত দেখা যাচ্ছিলো।

প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এদিকে, ঘটনার পর দেয়া এক পোষ্টে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প, দ্রুত ব্যবস্থা নেয়ায় সিক্রেট সার্ভিস ও অন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে নিহত ব্যক্তির পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।

এ ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “এ ধরণের সহিংসতার কোন জায়গা আমেরিকায় নেই। এটা জঘন্য, জঘন্য। আমি নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে সব তথ্য আছে।”


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)