মধ্যরাতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 17-07-2024

মধ্যরাতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান

কোটা সংস্কার আন্দোলনের টালমাটাল দিন মঙ্গলবার দিন পেরিয়ে মধ্যরাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কর্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার প্রায় একটার কাছাকাছি সময়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ সাতজনকে আটক করেছে ডিবি পুলিশ। এছাড়াও এ সময় ডিবি পুলিশ দাবি করেছে, অভিযানের সময় বিএনপি কার্যালয় থেকে ককটেল, পেট্টোল, বাঁশের লাঠি ও অস্ত্র উদ্ধারের।

অভিযান শেষে ডিবিপ্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, অভিযানে ১০০টির বেশি ককটেল, ৫/৬ বোতল পেট্টোল, ৫০০টি বাঁশের লাঠি, সাতটি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, সুপ্রিমকোর্টের আদেশ অমান্য করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, রেলের স্লিপার খুলে ফেলছে, মেট্রোরেল বন্ধ করে দিচ্ছে।


গোয়েন্দা পুলিশ অবজারভেশনে জানতে পেরেছে যে, কেউ কেউ আন্দোলনকারীদের লাঠি দিয়ে, এমনকি অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান।


 



 





প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)