ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 17-07-2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল

কোটা সংস্কারের আন্দোলনে নিহত ৬ জনের আজ বুধবার গায়েবানা জানাজার কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসিফ মাহমুদ। গত রাতে এ তথ্য দেন তিনি সাংবাদিকদের। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়  ক্যাম্পাসে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য বুধবার দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে।

এসময় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করার আহবান জানান তিনি।





প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)