মাঝরাতে বিএনপির কার্যালয়ে অভিযান মাস্টার প্ল্যানের অংশ- রিজভী


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 17-07-2024

মাঝরাতে বিএনপির কার্যালয়ে অভিযান মাস্টার প্ল্যানের অংশ- রিজভী

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, এখানে ১০০ এর বেশী ককটেল, পেট্রোল সহ , বাশ লাঠি সোটা উদ্ধার করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করে পুলিশ। 

এদিকে এ অভিযান মাস্টার প্ল্যানের অংশ হিসেবে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।   মঙ্গলবার দিবাগত রাতে এক ভার্চ্যুয়ালি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, এই অভিযানের আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, গুলি ফোটানো হয়েছে। একটি বাহানা তৈরি করে এরপর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। সেখান থেকে বিস্ফোরক লাঠিসোটাসহ নানা কিছু জনগণের সামনে তুলে ধরতে চায়।

তিনি বলেন, ডিবি পুলিশের এটা করা মানে চলমান কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে একটা বার্তা দেয়া যে, তারা যেন ভয়  পেয়ে যায়।  আমি এর তীব্র নিন্দা ও ঘৃনা জানাচ্ছি।

রিজভী বলেন, বিএনপির  কেন্দ্রীয় কার্যালয় যখন শূন্য,  নেতাকর্মীরা যখন ঘুমাচ্ছিল, তাহলে মাঝরাতে কেন এই অভিযান? কারণ শূন্য কার্যালয়ে যেকোনো চক্রান্ত আঁটা যায়। এর আগেও ভিডিওতে দেখা গিয়েছিল যে, পুলিশ বিস্ফোরক নিয়ে বিএনপির প্রধান কার্যালয়ে প্রবেশ করেছিল।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)