ছারছীনার পীর শাহ মোহাম্মাদ মোহেবুল্লাহ’র ইন্তেকাল


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 17-07-2024

ছারছীনার পীর শাহ মোহাম্মাদ মোহেবুল্লাহ’র ইন্তেকাল

উপমহাদেশের অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান ছারছীনা দরবার শরীফের পীর বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি  স্ত্রী, দুইপুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি । বিশেষ করে ছারছিনা দরবার শরীফের যে সিলসিলা বাংলাদেশের দক্ষিনাঞ্চল সহ সারা বাংলাদেশে, সেখানে তিনি লাখ লাখ মুরিদান বা অনুসারীকে দুঃখের সাগরে ভাসিয়ে ইহকাল ত্যাগ করেন। তার মৃত্যুতে মুরিদান বা অনুসারীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সহ বিভিন্ন রোগে ভুগছিলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)