খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 17-07-2024

খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া

বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল। দোয়া মাহফিলটি গত ১৩ জুলাই বাদ মাগরিব জ্যাকসন হাইটসের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুণের সভাপতিত্বে এবং অপর সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোরশেদ অলমের পরিচালায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট সংগীতশিল্পী বেবী নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমেদ, নিউইয়র্ক মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা এ জি এম জাহাঙ্গীর হাসাইন, লিয়াকত আলী, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা জাকির খান, বাদল মির্জা, আনোয়ার হোসেন টিপু, কবীর হোসেন, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ মাহবুব, হান্নান মিয়া, কামাল হোসেন, আব্দুল হাই, বাচ্ছু মিয়া প্রমুখ। 

বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সাদেক। খালেদা জিয়া ছাড়াও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আতাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া করা হয় বিএনপির ভাপরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। দোয়া মাহফিলকে সফল এবং সার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দুই কেন্দ্রীয় নেতা সাইফুর খান হারুণ ও খোরশেদ আলম। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)