সাবেক কৃতি ফুটবলার সুরুজের ইন্তেকাল


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 29-07-2024

সাবেক কৃতি ফুটবলার  সুরুজের ইন্তেকাল

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এর সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য আমিনুল ইসলাম সুরুজ আজ ২৯ জুলাই, সোমবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নাল্লিলাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ জটিল কিডনি জনিত সমস্যায় আক্রান্ত ছিলেন।


আমিনুল ইসলাম সুরুজ এর মৃত্যুতে মোহামেডান পরিবারের পরিচালনা পর্ষদ, স্থায়ী সদস্য, সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়গন, কর্মচারীবৃন্দ ও অগতি সমর্থকসহ সকলে গভীরভারে শোকাহত। ক্লাবের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)