মসজিদের কাচ ভাঙার অভিযোগে একজন গ্রেফতার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 31-07-2024

মসজিদের কাচ ভাঙার অভিযোগে একজন গ্রেফতার

নর্থ ক্যারোলিনার গ্যাস্টোনিয়ার সিটির টিটম্যান রোডের ইসলামিক সোসাইটি অব গ্যাস্টোনিয়ার মসজিদের জানালার কাচ ভাঙার অভিযোগে ৩২ বছর বয়সী নাথান রেনল্ডস ওয়েবস্টারকে গত ২১ জুলাই গ্রেফতার করেছে গ্যাস্টোনিয়া সিটি পুলিশ।

অভিযোগে বলা হয়, গত ২১ জুলাই রোববার সন্ধ্যায় নাথান রেনল্ডস ওয়েবস্টার মসজিদের তিনটি জানালা ভেঙে মসজিদে প্রবেশ করে মসজিদের জিনিসপত্র ভাঙচুর করেন। গ্যাস্টোনিয়ায় বিরুদ্ধে দায়ের করা একটি পুলিশ রিপোর্ট অনুসারে, ৩২ বছর বয়সী নাথান রেনল্ডস ওয়েবস্টারকেন নাথান রেনল্ডস ওয়েবস্টার মসজিদটিকে টার্গেট করেছে কেন তা স্পষ্ট নয়। ইসলামিক সোসাইটি অব গ্যাস্টোনিয়ার মসজিদের একজন প্রতিনিধি বলেছেন যে ঘটনাটি এখনো তদানীন্তন। তাই তারা মন্তব্য করতে চান না।

মুসলিম নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি সংস্থা, দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) বৃহত্তম ২৯ জুলাই আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষকে নর্থ ক্যারোলিনার একটি মসজিদকে লক্ষ্য করে ভাঙচুরের সম্ভাব্য পক্ষপাতিত্বের উদ্দেশ্য তদন্ত করার আহ্বান জানিয়েছে।

কেয়ার ন্যাশনাল কমিউনিকেশন ডিরেক্টর ইব্রাহিম হুপার বলেছেন, যেহেতু ভাঙচুরটি একটি উপাসনালয়কে লক্ষ্য করে এবং সাম্প্রতিক মাসগুলোতে পক্ষপাতমূলক ঘটনা বৃদ্ধির কারণে, আমরা স্টেট এবং ফেডারেল আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষকে এক্ষেত্রে একটি সম্ভাব্য পক্ষপাতমূলক উদ্দেশ্য তদন্ত করার জন্য অনুরোধ করছি।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)