দুই মহানগরে দুই সমন্বয়ক নিয়োগ দিয়েছে বিএনপি


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 04-08-2024

দুই মহানগরে দুই সমন্বয়ক নিয়োগ দিয়েছে বিএনপি

ঢাকা মহানগর বিএনপি উত্তর আহ্বায়ক সাইফুল আলম নিরব ও দক্ষিনের আহ্বায়ক রফিকুল আলম মজনু গ্রেফতার হওয়ায় দুই মহানগরে দুই সমন্বয়ক নিয়োগ দিয়েছে বিএনপি।

দলের সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এরা হলের ঢাকা উত্তরে আনোয়ারুজ্জামান আনোয়ার এবং দক্ষিনে শেখ রবিউল আলম রবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি, ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক সাইফুল আলম নিরব এবং সদস্য সচিব আমিনুল হক কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ার মহানগর উত্তর বিএনপির সমন্বয়ক এবং আক্তার হোসেন সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক রফিকুল আলম মজনু কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কোটা আন্দোলনকে ঘিরে সম্প্রতি সাইফুল আলম নিরব ও সদস্য সচিব আমিনুল হক এবং রফিকুল আলম মজনুকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।

এছাড়াও সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, বরিশাল মহানগর এর সদস্য সচিব অ্যাডভোকেট জিয়াউদ্দিন সিকদার কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বগুড়া জেলার সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবেক এমপি মোশাররফ হোসেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)