তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 04-08-2024

তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা

সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন আজ বাসসকে জানান, আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত কারফিউর কারণে এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী জানিয়েছেন।


পরবর্তীতে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)