দেশ ছেড়ে গেছে শেখ হাসিনা। সম্ভবত পদত্যাগ করেই বিদায় নিয়েছেন তিনি বলে ধারনা করা হচ্ছে। ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম এনডিটিভি ও এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।
এএফপির খবরে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। তবে তিনি কোথায় গিয়েছেন সেটা জানা যায়নি। দেশের অভ্যন্তরে নিরাপদ স্থানে না দেশের বাইরে সেটাও স্পষ্ট করা যায়নি।
এএফপি আরও জানিয়েছে, শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন।
তিনি সে সুযোগ পাননি।