ট্রাম্পের সাজা স্থগিত করতে সুপ্রিম কোর্টের অস্বীকৃতি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 07-08-2024

ট্রাম্পের সাজা স্থগিত করতে সুপ্রিম কোর্টের অস্বীকৃতি

পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা স্থগিত করতে অস্বীকার করেছেন আমেরিকার সুপ্রিম কোর্ট। ৫ আগস্ট সোমবার ট্রাম্পের সাজা স্থগিত চেয়ে মিসৌরি রাজ্যের করা একটি আবেদন প্রত্যাখ্যান করেছেন সুপ্রিম কোর্ট। পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিল এবং ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই সম্পর্কের বিষয়ে স্টর্মির মুখ বন্ধ রাখতে ট্রাম্প আইনজীবীর মাধ্যমে তাঁকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন। এ অভিযোগে করা মামলায় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে গুরুতর অপরাধে অভিযুক্ত করেছেন নিউইয়র্কের একটি আদালত। এ অভিযোগে নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ উত্থাপন করা হয়। আদালতে সব 

তবে আসন্ন ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে মিসৌরির রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রু বেইলি গত ৩ জুলাই ট্রাম্পের সাজা স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের কাছে একটি আবেদন করেন। ফ্লোরিডা, আইওয়া, মন্টানা এবং আলাস্কার রিপাবলিকান অ্যাটর্নি জেনারেলরা মিসৌরির মামলার সমর্থনে সুপ্রিম কোর্টে ব্রিফও করেছেন। ঘুষ মামলায় ট্রাম্পের বিরুদ্ধে আগামী ১৮ সেপ্টেম্বর সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন নিউইয়র্ক আদালতের বিচারক জুয়ান মার্চান।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)