২৭ আগস্ট নারায়ণগঞ্জ জেলা সমিতির অভিষেক


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 07-08-2024

২৭ আগস্ট নারায়ণগঞ্জ জেলা সমিতির অভিষেক

নিউইয়র্কে ‘নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তরামেরিকা ইনক’-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হবে ২৭ আগস্ট (মঙ্গলবার) নিউইয়র্কে উডসাইডস্থ গুলশান টেরেস মিলনায়তনে। এছাড়া আগামী ১৫ সেপ্টেম্বর সংগঠনের বনভোজন অনুষ্ঠিত হবে লং আইল্যান্ডে হ্যাকশেয়ার স্টেট পার্কে। সংগঠনের সদ্য গঠিত কমিটির নির্বাহী সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন কর্মকর্তারা। গত ৩০ জুলাই সন্ধ্যায় সংগঠনের ইসি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে জ্যামাইকার খলিল রেস্টুরেন্টে। এ সভায় সভাপতিত্ব করে সংগঠনের নতুন কমিটির সভাপতি মোস্তফা জামাল টিটু এবং সভা পরিচালনা করেন নির্বাহী সদস্য দর্পণ কবীর। 

এ সভায় সংগঠনের নতুন কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামান শামীম। ইসি কমিটি গঠনে সার্বিক সহযোগিতা করেন এস এম সায়েম মিঠু, রাফাত হোসেন, দোলন খন্দকার ও মোস্তফা জামান শামীম। অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করতে এ সভায় ‘অভিষেক উদযাপন কমিটি’ গঠন করা হয়। এই কমিটির আহ্বায়ক হয়েছেন মহসিন মাহমুদ, সদস্য সচিব ডা. সাউদা সাবরিন পম্পি, সমন্বয়ক শাহানাজ হোসেন এবং সদস্য হয়েছেন খালেদ আকতার ও মোস্তাকিম আবিদ। 

এ সংগঠনের ২০২৪-২৫ সালের জন্য নতুন কমিটির সদস্যরা হলেন-সভাপতি মোস্তফা জামাল টিটু, সাধারণ সম্পাদক-কামাল হোসেন টিটু, সহ-সভাপতি রুহুল আমীন জুয়েল, সহ-সভাপতি এমডি সরফরাজ, সহ-সভাপতি মো. আব্দুল কাদের, সহ-সভাপতি-সোহেল আহমেদ, যুগ্ম-সম্পাদক-১ খালেদ আকতার, যুগ্ম-সম্পাদক-২ ডা. সাউদা সাবরিন পম্পি, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আবিদ, কোষাধ্যক্ষ-মহসিন মাহমুদ, মহিলা সম্পাদক শাহানাজ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নিপা জামান, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক এম আজিজুল হক, সমাজ কল্যাণ সম্পাদক কোহিনুর আক্তার কলি, আপ্যায়ন সম্পাদক ইমাম সৈয়দ হায়দার, নির্বাহী সদস্য: দর্পণ কবীর, নিতাই দাস, এস এম কে ইকবাল, মোহাম্মদ ইমাম ও নিপা আক্তার। 

উল্লেখ্য, নতুন ইসি কমিটি চূড়ান্ত করার ক্ষেত্রে এই কমিটির পূর্ববর্তী সভাপতি ও সাংস্কৃতিক সম্পাদক পদের প্রার্থী পরিবর্তন করা হয়। যারা একই নামে পৃথক দুটি কমিটিকে ঐক্যবদ্ধ করেছেন, তারা বিশেষ প্রয়োজনে কমিটির দুটি পদ রদবদল করে চূড়ান্ত কমিটি ঘোষণা করেন। এদিনের সভায় ‘ইসি কমিটি’র সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতে তা চূড়ান্ত কমিটি বলে অনুমোদন লাভ করে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)