প্রফেসর ইউনুস ফিরছেন রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 08-08-2024

প্রফেসর ইউনুস ফিরছেন রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ

আজই (বৃহস্পতিবার) গঠন হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মুহাম্মাদ ইউনূস দেশে ফিরলে তার সঙ্গে বসে সিদ্ধান্ত হবে অন্তর্বর্তীকালীন সরকার এর বাকী সদস্যগন। এরপর রাতে শপথ নেয়ার কথা শোনা গেছে। তবে এ সবই প্রফেসর ইউনূস দেশে ফেরার পর সিদ্ধান্ত হবে।  
তবে এ সরকারের মেয়াদ আসলে কতদিন হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রূপরেখা নেই। ফলে সংবিধানের বাইরে গিয়ে এ সরকার গঠন করতে হবে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গত বুধবার রাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে নতুন অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও কাদের নিয়ে সরকার গঠন হবে, তা নিয়ে আলোচনা করেন। ওই বৈঠকে এ সরকারের মেয়াদ কমপক্ষে তিন বছর হওয়ার বিষয়ে তারা মত দেন। তবে গতকাল ঢাকায় বিএনপির সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে দেওয়া বক্তব্যে দ্রুত সময়ের মধ্যে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের তাগিদ দিয়েছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)