প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে মোদির অভিনন্দন


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 09-08-2024

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে মোদির অভিনন্দন

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ায় প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক্সে এক বার্তায় তিনি বলেছেন, আমরা আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

দুই দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার আকাঙ্খা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত অঙ্গীকারাবদ্ধ বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদি।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)