নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 11-08-2024

নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

হাইকোর্ট বিভাগের সিনিয়র বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন । রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫ (১) ধারা অনুযায়ী শনিবার রাতে ২৫তম প্রধান বিচারপতি হিসেবে তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি তাঁকে শপথ পড়াবেন। তিনি সদ্য পদত্যাগ করা প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের স্থলাভিষিক্ত হলেন। সৈয়দ রেফাত আহমেদ প্রখাত আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে।   

আইন মন্ত্রণালয় থেকে শনিবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

শনিবার প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতি পদত্যাগ করায় হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)