মুহাম্মদ আবদুল জব্বার ভূঞাকে অভিনন্দন জানালো ইবি অ্যালামনাই এসোসিয়েশন


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 16-08-2024

মুহাম্মদ আবদুল জব্বার ভূঞাকে অভিনন্দন জানালো ইবি অ্যালামনাই এসোসিয়েশন

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর একটি প্রতিনিধি দল নব নিযুক্ত অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট মুহাম্মদ আবদুল জব্বার ভূঞাকে অভিনন্দন জানান।

এর আগে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের যে তিন আইনজীবী, মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা তাদের একজন। গত মঙ্গলবার তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।


তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা, মোহাম্মদ আরশাদুর রউফ ও মোহাম্মদ অনীক রুশদ হক (অনীক আর হক)। প্রজ্ঞাপনের ভাষ্য, রাষ্ট্রপতি ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত’ তাঁদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)