জাহাঙ্গীর আলম চৌধুরী নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 17-08-2024

জাহাঙ্গীর আলম চৌধুরী নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবীই শেষ পর্যন্ত মেনে নেয়া হলো। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেয়া হলো ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে।

 জাহাঙ্গীর আলম চৌধুরীকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে। পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও ১৩ উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। কিন্তু তার কিছু রাজনৈতিক কথাবার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কা অখুশী হন। এবং তাকে সরিয়ে দেয়ার জন্য চাপ দেয়া হয়।


শুক্রবার তার স্থানে নতুন নিয়োগ পাওয়া লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী শপথ নেন। তিনি ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া নতুন দুই উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করেছে সরকার।  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে দেয়া হয়েছে বস্ত্র ও পাট এ। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)