ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না


সালেক সুফী , আপডেট করা হয়েছে : 17-08-2024

ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না

সবাই কম বেশি জানেন, কেন বাংলাদেশের সবচেয়ে পুরোনো এবং স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া দলের করুন পরিণতি হলো। কেন বঙ্গবন্ধুর কন্যার  নেতৃত্বের দল কিভাবে স্বৈরাচারী হয়ে উঠলো? বিস্তারিত বর্ণনার প্রয়োজন নেই। ছাত্র জনতার নেতৃত্বে গণবিস্ফোরণের মূল ঘোষণা ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা।  সকল মত এবং বিশ্বাসের শান্তিপূর্ণ সহ অবস্থান। তবে কেন বঙ্গবন্ধু জাদুঘর পুড়িয়ে দেয়া হলো। জাতির পিতার মৃত্যুদিবসে আগত অনুরাগীদের হেনস্তা করা হলো ?

শ্রদ্ধা জানাতে আসা কয়েকজনকে বিবস্ত্র করে লুঙ্গি ডান্স করানো হলো। একজন প্রবীণ মানুষকে কানে ধরে ওঠবস করানো হলো। বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে জাতির জনককে অপমান করা হচ্ছে। মহান স্বাধীনতাকে স্বাধীনতার স্মৃতিগুলোকে ধ্বংস করা হচ্ছে? এগুলো কিছুই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কেন বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে শান্তিপূর্ণ ভাবে শোক পালনের সুযোগ দেয়া হলো না?

অবাক লাগে অন্তর্বর্তী কালীন সরকার বা সেনাবাহিনী কেন বিশেষ গোষ্ঠীকে নিবারণ করছে না। তাহলে পতিত সরকার এবং ছাত্র জনতার পার্থক্য কোথায় ? আমি অধম হলে তুমি কেন উত্তম হবে না। সবাইকে মনে রাখতে হবে চিরদিন কারো সমান যায় না। হানিমুন সময় শেষ হবে। সড়কে আন্দোলন এবং দেশ পরিচালনা দুটি সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ।

ইদানিং দেখছি প্রতিটি সংস্থায় বর্ণ চোরা গোষ্ঠী সাধু সেজে সংস্কার মিশনে নেমেছে। সরকারকে তাড়াহুড়ো না করে সবার অতীত বিবেচনায় নিয়ে পরিবর্তন করতে হবে। আশা করি বড় ধরণের সংকট সৃষ্টির  আগেই সরকার পরিস্থিতি সামাল  দিবে। দেশটি কিন্তু যুদ্ধ করে স্বাধীন হয়েছে। স্বাধীনতা কারো দয়ার দান নয়। আর প্রাণের এ দেশটাকে সেভ করার জন্য বাংলাদেশের প্রতিটা স্থান ও দেশের বাইরে যে যেখানে রয়েছেন সবাই যে যার সাধ্য মতে লড়াই করে আসছেন। ফলে এসব ভুলে গেলে চলবে না।  ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)