ছাত্রআন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসা দেবে সেনাবাহিনী


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 18-08-2024

ছাত্রআন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসা দেবে সেনাবাহিনী

বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে আহত (চিকিৎসাধীন) ছাত্রদের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।


এক্ষেত্রে জরুরি চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী চিকিৎসাধীন আহত ছাত্রদের সিএমএইচ, ঢাকা এর উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ০১৭৬৯০৫১৬৫২, ০১৭৬৯০৫১৬৫৩, ০১৭৬৯০৫১৬৫৪, ০১৭৬৯০৫১৬৫৭, ০১৭৬৯০৫১৬৫৮।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)