দূতাবাস ও কনস্যুলেটে এখনো দলীয় ভূত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 21-08-2024

দূতাবাস ও কনস্যুলেটে এখনো দলীয় ভূত

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সাত রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে রয়েছেন ওয়াশিংটন, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মান, সংযুক্ত আরব আমিরাত ও মালে দূতাবাসে দায়িত্বরতরা। গত ১৪ আগস্ট বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি এম সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে সদর দফতর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপনাকে সদর দফতর পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় বদলি করা হয়েছে। অতএব আপনাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো। এদিকে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে থেকে আসিফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে। এখানো বহাল তবিয়তে কনসাল জেনারেল হিসেবে রয়েছেন নাজমুল হুদা। তিনি সব সময়ই মজিব কোট ব্যবহার করতেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সব অনুষ্ঠানেই যেতেন। অন্যদিকে প্রধান অতিথি না করলে অন্য সামাজিক সংগঠনের অনুষ্ঠানে যেতেন না। নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট থেকে অসিফ উদ্দিনে চাকরি গেলেও দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত সংরক্ষিত আসনের মহিলা আসনের সাবেক এমপি সেলিনা জাহানের ভাই হিসেবে পরিচয় দানকারী তসলিমুল ইসলাম সহকারী ফটোকল অফিসার হিসেবে কাজ করছেন। আরো রয়েছেন বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়িতে কাজ করা আকিব হাসান।

অন্যদিকে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস থেকে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে প্রত্যাহার করা হলেও এখানেও রয়েছে দলীয় পরিচয়ে কাজ নেওয়া অনেক কর্মকর্তা। অনেকেই অভিমত ব্যক্ত করে বলেছেন, এসব দলীয় লোকদের দ্রুত না সরালে এরা ষড়যন্ত্র অব্যাহত রাখবে। সুতরাং যত দ্রুত সম্ভব এদের প্রত্যাহার করা উচিত।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)