মুসলিম প্রতিবেশীকে হত্যাচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 21-08-2024

মুসলিম প্রতিবেশীকে হত্যাচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

নিউইয়র্কের ব্রুকলিনে ইজাক কাদোশ নামের একজন ইহুদি ব্যক্তি নিউইয়র্কের ব্রুকলিনে তার মুসলিম প্রতিবেশী আহমেদ চেবিরাকে হত্যার চেষ্টা ও হয়রানি করার অভিযোগে গত ১৭ আগস্ট গ্রেফতার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ। অভিযোগপত্রে বলা হয়েছে, কাদোশ তার ধর্মীয় এবং জাতিগত পার্থক্যের কারণে আহমেদ চেবিরার ওপর আক্রমণ চালিয়েছেন। কাদোশ তার প্রতিবেশীকে হুমকি দিয়ে বলেছেন যে, তিনি তার অ্যাপার্টমেন্টে ঢুকে তাকে হত্যা করবেন। কারণ তিনি ইহুদি এবং তার প্রতিবেশী একজন মুসলিম। পুলিশ কর্তৃপক্ষের মতে, কাদোশের বিরুদ্ধে ৪০টিরও বেশি অভিযোগ আদালতে দায়ের করা হয়েছে। যার মধ্যে রয়েছে দ্বিতীয় ডিগ্রির হত্যাচেষ্টা, ঘৃণার কারণে হত্যাচেষ্টা, প্রথম ডিগ্রির আঘাত, ঘৃণামূলক অপরাধের অভিযোগ এবং দ্বিতীয় ডিগ্রির চুরির মতো গুরুতর অভিযোগ রয়েছে।

ঘটনার সময় ইজাক কাদোশ নামের ইহুদি ব্যক্তি আহমেদ চেবিরার অ্যাপার্টমেন্টে ঢুকে সেখানে ভাঙচুর চালান, দেওয়ালে নীল রঙ ও তেল মাখিয়ে দেন এবং কোরআনকে মলমূত্র দিয়ে অপবিত্র করেন। একই দিনে, ইজাক কাদোশ আহমেদ চেবিরার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন, যার আহমেদ গুরুত্বভাবে আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার মাথায় স্ট্যাপল এবং অভ্যন্তরীণ রক্তপাতের কারণে একটি চেস্ট টিউব লাগাতে হয়।

আহমেদ চেবিরা জানান, হয়রানি শুরু হয়, যখন তিনি গত অক্টোবর মাসে ওই ভবনে ভাড়াটিয়া হিসেবে প্রবেশ করেন। তিনি বলেন, আমি তাকে বলেছি, আমাকে শান্তিতে থাকতে দিন। আমেরিকায় প্রত্যেকের নিজের ধর্ম পালন করার অধিকার আছে, আমার কারো সঙ্গে কোনো সমস্যা নেই। অভিযোগপত্রে আরো বলা হয়েছে, মার্চ মাসের শুরু থেকে কাদোশ তার প্রতিবেশীর গাড়ির টায়ার কেটে দেন, দরজায় সাদা পদার্থ ঢেলে দেন, তাকে মাথায় ঘুসি মারেন এবং মাটিতে ফেলে দেন, যার ফলে চেবিরার একাধিক পাঁজর ভেঙে যায় এবং তিনি বারবার জীবননাশের হুমকি পান।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এ অভিযোগগুলোকে ‘ঘৃণা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, নিউইয়র্কে সবার নিরাপদে থাকার অধিকার রয়েছে এবং আমরা ইসলামফোবিয়া ও সব ধরনের ঘৃণার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের নিউইয়র্ক শাখা গ্রেফতারের ঘটনাকে স্বাগত জানিয়েছে। কেয়ার নিউইয়র্কের নির্বাহী পরিচালক আফাফ নাশার এক বিবৃতিতে বলেছেন, সহিংসতা সংঘটিত হয়েছে, তা অত্যন্ত ভয়ংকর এবং ইসলামফোবিয়া দ্বারা এ আক্রমণগুলো প্রভাবিত হয়েছে জেনে আমরা আরো বেশি উদ্বিগ্ন। আমরা আশা করি ন্যায়বিচার হবে, যাতে ভবিষ্যতে অন্যদের জন্য এই সিটি নিরাপদ হয়। তিনি আরো বলেন, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত ১৩টি ঘটনায় কাদোশ অপরাধমূলক কর্মকা-ে জড়িত ছিলেন।

কাদোশ ১৯ আগস্ট সোমবার কিংস কাউন্টি ক্রিমিনাল কোর্টে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন এবং তার জামিন ২৫ হাজার ডলার নগদ বা ১ লাখ ২৫ হাজার ডলারের বন্ডে নির্ধারণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর থেকে এবং ইসরায়েল ও গাজার মধ্যে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রে ইহুদি এবং মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণের সংখ্যা বেড়ে গেছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)