৫ লাখ অনাবাসী স্বামী-স্ত্রী প্যারোল ইন প্লেসের অধীনে আবেদন শুরু


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 21-08-2024

৫ লাখ অনাবাসী স্বামী-স্ত্রী প্যারোল ইন প্লেসের অধীনে আবেদন শুরু

জুন মাসে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত ‘প্যারোল ইন প্লেস’-এর নীতির আওতায় ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস আবেদন গ্রহণ শুরুর ঘোষণা দিয়েছে। অনেক অভিবাসী স্বামী/স্ত্রী, যারা এখনো আইনতভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন না, তারা ‘পারোল ইন প্লেস’ নামে পরিচিত একটি প্রক্রিয়ার জন্য আবেদন করতে পারবেন। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন এবং গ্রিনকার্ডের জন্য আবেদন করতে পারবেন। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি অনুমান করছে যে, প্রায় ৫ লাখ অনিবাসী স্বামী/স্ত্রী এবং প্রায় ৫০ হাজার শিশু এ প্রোগ্রামের জন্য যোগ্য হতে পারে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে ১৯ আগস্ট সোমবার একটি ফেডারেল রেজিস্ট্রার নোটিশের মাধ্যমে ‘কিপিং ফ্যামিলিস টুগেদার’ নামে একটি প্রক্রিয়া চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার আওতায় নির্দিষ্ট কিছু অনিবাসী স্বামী/স্ত্রী এবং সৎ-সন্তানদের জন্য সুবিধা প্রদান করা হবে, যাদের স্বামী/স্ত্রী মার্কিন নাগরিক। এর মূল লক্ষ্য হলো পারিবারিক ঐক্য ও স্থিতিশীলতা বৃদ্ধি করা, আমেরিকান সম্প্রদায়গুলোর অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করা, অংশীদার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করা, মার্কিন সরকারের সীমিত সম্পদের ওপর চাপ কমানো এবং জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তার উদ্দেশ্যগুলো আরো সুদৃঢ় করা।

‘অনিবাসী স্বামী/স্ত্রীরা, যাদের অনেকেই মা-বাবা, প্রায়ই আমাদের অভিবাসন ব্যবস্থার অযাচিত বাধাগুলোর কারণে অনিশ্চয়তার মধ্যে বাস করেন। এ প্রক্রিয়ার মাধ্যমে মার্কিন পরিবারগুলোকে একত্রে রাখা হবে এবং যারা আইনতভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার যোগ্য, তাদের জন্য অযাচিত বাধাগুলো দূর করা হবে’। বলেছেন ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের পরিচালক উর এম জাড্ডো। এ প্রক্রিয়া অভিবাসন ব্যবস্থায় আরো দক্ষতা তৈরি করবে, কার্যকর স্ক্রিনিং ও যাচাইকরণ পরিচালনা করবে এবং এমন অনিবাসীদের ওপর ফোকাস করবে, যারা আমেরিকান সম্প্রদায়গুলোর সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন করেছে এবং সেগুলোতে অবদান রেখেছে।

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ২০২৪ সালের ১৯ আগস্ট থেকে এ প্রক্রিয়ার জন্য যোগ্য ব্যক্তিদের আবেদন গ্রহণ শুরু করেছে। আবেদনকারীদের অবশ্যই আই-১৩১এফ ফরম, অনলাইনেই মাধ্যমে জমা দিতে হবে এবং একটি মাই ইউএসসিআইএস অ্যাকাউন্ট খুলতে হবে। ফাইলিং ফি নির্ধারণ করা হয়েছে ৫৮০ ডলার। তবে আই-১৩১এফ ফরমের জন্য ফি মওকুফের আবেদন গ্রহণ করা হবে না।

যোগ্য বিবেচিত হওয়ার জন্য, অনিবাসী স্বামী/স্ত্রীদের অবশ্যই নিম্নোল্লিখিত শর্তগুলো পূরণ করতে হবে, যুক্তরাষ্ট্রে প্রবেশ বা অনুমতি ছাড়াই উপস্থিত থাকতে হবে। ২০১৪ সালের ১৭ জুন থেকে নিরবচ্ছিন্নভাবে যুক্তরাষ্ট্রে শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে। ২০২৪ সালের ১৭ জুনের আগে বৈধভাবে মার্কিন নাগরিকের সঙ্গে বিবাহিত হতে হবে। অযোগ্য অপরাধমূলক ইতিহাস থাকতে পারবে না এবং জননিরাপত্তা, জাতীয় নিরাপত্তা বা সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হওয়া যাবে না। বায়োমেট্রিকস জমা দিতে হবে এবং প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড চেক ও জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

অনিবাসী সৎ-সন্তানদের অবশ্যই নিম্নোল্লিখিত শর্তগুলো পূরণ করতে হবে। ২০২৪ সালের ১৭ জুন তারিখে ২১ বছরের কম বয়সী এবং অবিবাহিত থাকতে হবে। যুক্তরাষ্ট্রে প্রবেশ বা অনুমতি ছাড়াই উপস্থিত থাকতে হবে। ২০২৪ সালের ১৭ জুন থেকে নিরবচ্ছিন্নভাবে যুক্তরাষ্ট্রে শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে। ২০২৪ সালের ১৭ জুনের আগে এবং ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে তাদের অনিবাসী পিতামাতা একটি বৈধ বিয়েতে আবদ্ধ হতে হবে। অযোগ্য অপরাধমূলক ইতিহাস থাকতে পারবে না এবং জননিরাপত্তা, জাতীয় নিরাপত্তা বা সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হওয়া যাবে না। বায়োমেট্রিকস জমা দিতে হবে এবং প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড চেক ও জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস প্রোগ্রামের অখণ্ডতা এবং প্রতারণা প্রতিরোধের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বৈধ বিয়ের অস্তিত্ব সমর্থনকারী প্রমাণ যাচাই করার জন্য ইউএসসিআইএস বিদ্যমান প্রশিক্ষণ এবং অনুশীলন ব্যবহার করবে। আই-১৩১ এফ ফরমের চূড়ান্ত বিবেচনার সময়, ইউএসসিআইএস কঠোর পদ্ধতি প্রয়োগ করবে যাতে প্রতারণামূলক বিবাহের ভিত্তিতে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া না হয়।

ডিএইচএস অনুমান করে যে প্রায় ৫ লাখ অনিবাসী স্বামী/স্ত্রী এবং ৫০ হাজারের বেশি অনিবাসীর সন্তানরা এ যোগ্যতার মানদ- পূরণ করতে পারে। যদি তাদের প্যারোল মঞ্জুর করা হয়, তাহলে এদের মধ্যে যারা অন্যভাবে যোগ্য, তারা দেশ ছাড়াই বৈধ স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারে। ‘কিপিং ফ্যামিলিস টুগেদার’ দীর্ঘদিন ধরে কংগ্রেস সমর্থিত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মী এবং প্রবীণদের কিছু পরিবারের সদস্যদের জন্য একটি অনুরূপ প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে। নতুন এই প্রোগ্রামটি বহিষ্কারের হুমকি দূর করার একটি বিরল সুযোগ প্রদান করবে, তবে এই প্রোগ্রামটি আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এবং এটি প্রেসিডেন্ট নির্বাচনের পরে টিকে থাকবে কি না-তা নিয়ে উদ্বেগ রয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম বহিষ্কার কার্যক্রম পরিচালনা করবেন, অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিবাসন সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছেন। এ প্রোগ্রামটি বাইডেন প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রে অভিবাসী পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

আবেদনের যোগ্যতার শর্তাবলি কী?

ঈ্যারোল ইন প্লেস প্রোগ্রামের জন্য বিবেচিত হতে আবেদনকারীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় আনুষ্ঠানিকভাবে অনুমোদিত বা প্যারোলড হওয়ার প্রয়োজন নেই। ব্যক্তিদের ১৭ জুন, ২০১৪ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে যুক্তরাষ্ট্রে শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে এবং ১৭ জুন ২০২৪-এর আগে একটি বৈধ বিয়েতে আবদ্ধ থাকতে হবে। এছাড়াও আবেদনকারী কোনো অযোগ্য অপরাধমূলক কার্যকলাপ থাকা উচিত নয় এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচিত হওয়া উচিত নয়। যোগ্য আবেদনকারীরা তাদের সন্তান এবং সৎ-সন্তানের জন্যও সুরক্ষা আবেদন করতে পারবেন। প্রক্রিয়াটি ঐচ্ছিক, অর্থাৎ আপনি সমস্ত শর্তাবলি পূরণ করলেও আপনার আবেদন প্রত্যাখ্যান করা যেতে পারে। যোগ্যতার জন্য অন্যান্য আইনি প্রয়োজনীয়তা থাকতে পারে, তাই আবেদন করার আগে আবেদনকারীকে একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।

আবেদন প্রক্রিয়া কী?

প্যারোল ইন প্লেস প্রক্রিয়ার আবেদন প্রক্রিয়া ১৯ আগস্ট ২০২৪ তারিখে খোলা হয়েছে। আবেদনটি শুধু ইউএসসিআইএস ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ফরম আই-১৩১এফ, অনিবাসী স্বামী/স্ত্রী এবং সন্তানদের জন্য প্যারোল ইন প্লেসের জন্য আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে ইউএসসিআইএস অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। এই প্রোগ্রামের জন্য কোনো কাগজপত্রের আবেদন নেই। মেইলের মাধ্যমে প্রেরিত কাগজপত্রের আবেদনপত্রগুলো ইউএসসিআইএস দ্বারা প্রত্যাখ্যান করা হবে। 

আবেদনকারীকে কী ধরনের নথিপত্র প্রস্তুত করতে হবে?

আবেদনকারীদের যোগ্যতার প্রমাণ সংগ্রহ করে প্যারোলের আবেদন প্রস্তুত করতে হবে, যার মধ্যে রয়েছে:

জন্ম সনদ, অফিসিয়াল বিয়ের সনদ (১৭/৬/২৪-এর অনুযায়ী), যুক্তরাষ্ট্রের বিয়ের সনদ এবং পূর্বের বিয়ের প্রমাণ, বৈদেশিক বিয়ের সনদপত্র, আপনার স্বামী/স্ত্রী মার্কিন নাগরিকতার প্রমাণ (যুক্তরাষ্ট্রের জন্ম সনদ, নাগরিকত্বের সাটির্ফিকেট, বা মার্কিন পাসপোর্ট), নিরবচ্ছিন্ন উপস্থিতির প্রমাণ, আপনার পাসপোর্টের অনুলিপি যেখানে প্রস্থান এবং আগমনের স্ট্যাম্প রয়েছে, গত ১০ বছর ফাইলিংয়ের আয়কর রিটার্নের অনুলিপি, কর্মসংস্থান রেকর্ড, ভাড়া রশিদ/ইউটিলিটি রেকর্ড, স্কুল রেকর্ড, চিকিৎসা রেকর্ড, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের জন্মসনদ, ডিএমভি রেকর্ড, ঠিকানাসহ রাজ্য আইডি বা ড্রাইভারের লাইসেন্সের অনুলিপি, চার্চ, ইউনিয়ন বা অন্যান্য সদস্য সংগঠনের সদস্যতার প্রতিশ্রুতি, অন্যান্য নথি যা দেখায় যে, আবেদনকারী তাদের বাসস্থান বজায় রেখেছেন,

যেহেতু আবেদনটি অনলাইনে, তাই সব সহায়ক নথিগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। ব্যক্তিদের বিদেশি ভাষার নথির অনুবাদ সরবরাহ করতে হবে। ফাইলের আকার ১২ মেগাবাইটের বেশি হওয়া উচিত নয়। ফাইলগুলো নিম্নোল্লিখিত ফরম্যাটগুলোর মধ্যে একটি হওয়া আবশ্যক: পিডিএফ, জেপিজি বা জেপিইজি।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)