হাসিনা-রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে হত্যা মামলা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 21-08-2024

হাসিনা-রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিয়ে সংঘর্ষে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে এক ফল ব্যবসায়ীর নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে। 

গত ২০ আগস্ট মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নিহত ফল ব্যবসায়ী মো. ফরিদ শেখের বাবা মো. সুলতান শেখ এ মামলার আবেদন করেন। ঢাকার মহানগর হাকিম মো. শাকিল আহমেদ বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন বলে বাদীর আইনজীবী জামাল হোসেন জানান।

মামলা আবেদনে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ওই মামলার আবেদনে বলা হয়, গত ৪ আগস্ট বিকালে রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ দিকের রাস্তা পার হয়ে ফরিদ শেখ

তার ফলের দোকানে যাচ্ছিলেন। এ সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ অগাস্ট তার মৃত্যু হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)