বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পথমেলা একখণ্ড বাংলাদেশে পরিণত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 21-08-2024

বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পথমেলা একখণ্ড বাংলাদেশে পরিণত

বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পথমেলা গত ১৮ আগস্ট বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়। দিনের বেলা বৃষ্টির আশঙ্কা থাকলেও ভাগ্যদেবীর কল্যাণে বৃষ্টি হয়নি। তবে আবহাওয়া ছিল চমৎকার। বেশি গরমও ছিল না, আবার ঠান্ডাও নয়। গ্রীষ্মের এ সময়ে প্রচণ্ড গরম থাকে, কিন্তু ১৮ আগস্টের আবহাওয়া ছিল সত্যিই মেলা আয়োজন করার মতো। দুপুর বেলায় বেলুন উড়িয়ে এ পথমেলার উদ্বোধন করা হলেও পড়ন্ত বিকালে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। এক সময় ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ একখণ্ড বাংলাদেশে পরিণত হয়। স্কুল-কলেজ বন্ধ থাকায় মেলায় নতুন প্রজন্ম থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। তারা মেলায় এসে জনপ্রিয় শিল্পীদের গান উপভোগ করে, চুটিয়ে আড্ডা মারে এবং স্টলগুলোতে কেনাকাটা করে। সেই সঙ্গে ছিল বাঙালি খাবার দাবার। আরো ছিল অতিথিদের আলোচনা। এছাড়াও কমিউনিটিতে অবদানের জন্য বেশ কয়েকজনকে ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের সভাপতি লুৎফুল করিম এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। বিশেষ আকর্ষণ ছিল মেলায় র‌্যাফেল ড্রতে গাড়িসহ নানা ধরনের পুরস্কার।

মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনের পরিচালনায় ও আশরাফুল হাসান বুলবুলের পরিচালনায় বেলুন উড়িয়ে পথমেলার উদ্বোধন করেন সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট অ্যাটর্নি ও ডেমোক্রেটিক লিডার অ্যাট লার্জ মঈন চৌধুরী, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, ইঞ্জিনিয়ার খালেক, মেম্বার সেক্রেটারি আহসান হাবিব, কো-চেয়ারম্যান মোহাম্মদ শেখ ফরহাদ, অ্যাডভোকেট আরিফ চৌধুরী, নাসির উদ্দিন, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম-আহ্বায়ক মঞ্জুর কাদের, গোলাম মাহফুজ, তাজুল ইসলাম, জামাল উদ্দিন রিপন, মোহাম্মদ ইসলাম শিমুল, সমন্বয়কারী এ এইচ খন্দকার জগলু, আবু হায়াত নজমুল, মোশাররফ হোসেন, এস এম ফেরদৌস, হারুণ চেয়ারম্যান, ইয়াছিন আরফাত, আলী ইমাম শিকদার, এম রহমান, সালেহ আহমেদ মানিক, কাজী হায়াত নজরুল, ওয়ালিদ চেয়ারম্যান, মোহাম্মদ হোসেন, শামীম সিদ্দিকী, আব্দুর রশিদ বাবু, আবুল কাশেম, মোশাররফ হোসেন, মোহাম্মদ আলম, শামীম রুবেল, নাজমুল হোসেন, শাহাব উদ্দিন, জয়নাল আবেদীন, বখতিয়ার উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-অ্যাটর্নি মঈন চৌধুরী, কাজী শাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আহমেদ, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, চট্টগ্রাম সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী আবু তাহের, মাকসুদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক প্রার্থী মাসুদ সিরাজি প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশ প্রবাসের জনপ্রিয় শিল্পী রিজিয়ার পারভীন, কৃষ্ণাতিথি চন্দ্রা রায় এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীরা।

সভাপতি লুৎফুল করিম এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন মেলা সফল এবং সার্থক করার জন্য যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামীর পথমেলার আমন্ত্রণ জানান।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)