সাবেক বিচারপতি শামছুদ্দিন চৌধুরী মানিক আটক


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 24-08-2024

সাবেক বিচারপতি শামছুদ্দিন চৌধুরী মানিক আটক

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রাত ১০টার দিকে ডনা বিজিবি ক্যাম্পে তাকে আটক করা হয়।

আটকের পর বিজিবিকে মানিক চৌধুরী জানান, ১৫০০০ টাকা কন্ট্রাক্টে এক দালালের মাধ্যমে নৌকা করে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতে চলে যাবার চেষ্টা করে ব্যার্থ হন। বিজিবি’র সঙ্গে নিজের নাম ও গ্রামের নাম মুন্সিগঞ্জ এবং তিনি বৃটিষ পাসপোর্টধারী সেটাও জানান। কেন পালাচ্ছিলেন তার জবাবে তিনি বলেণ, প্রশাসনের ভয়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ডে  বিচারপতি শামছুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে আগেই।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)