বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গণিকে অব্যহতি


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 27-08-2024

বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গণিকে অব্যহতি

শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপিও নিজেদের শুধরাতে যেসব কর্মকান্ড করছে তার অংশ বিশেষ এবার সাংবাদিক মহলে। বিএনপি পন্থী সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরীকে বিএনপি মিডিয়া সেল এর সদস্যপত থেকে সরিয়ে দেয়া হয়েছে। ২৬ আগষ্ট বিএনপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,

“বিএনপি মিডিয়া সেলের সদস্য, কাদের গণি চৌধুরী কে দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে বিএনপি মিডিয়া সেলের সদস্যপদ ও সেলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো ।”

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল ও সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)