ইসলামবিরোধী হামলায় ডেভিড গ্রিনব্লাট অভিযুক্ত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 28-08-2024

ইসলামবিরোধী হামলায় ডেভিড গ্রিনব্লাট অভিযুক্ত

ইসলাম-বিরোধী হামলা ও ঘৃণামূলক অপরাধের অভিযোগে ডেভিড গ্রিনব্লাট নামের ব্রুকলিনের ডেভিড গ্রিনব্লাটকে অভিযুক্ত করেছে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। অভিযুক্ত ডেভিড গ্রিনব্লাট যিনি ৫ আগস্ট ফিফথ অ্যাভিনিউতে সংঘটিত একটি ইসলাম-বিরোধী সহিংস হামলায় সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হওয়ার পর গত ২৬ আগস্ট পুলিশ গ্রেফতার করে।

আদালতের অভিযোগ অনুসারে ডেভিড গ্রিনব্লাট ৫ আগস্ট ম্যানহাটানের ফিফ্থ এভিনিউর একটি রাস্তা দিয়ে হাঁটতে থাকা ২৫ বছর বয়সী এক ব্যক্তির মুখে থুতু ফেলেন, যখন ওই ব্যক্তি তার ফোনে উর্দু ভাষায় কথা বলছিলেন। থুতু ফেলার পর তিনি ’মুসলিম বজ্জাত’ বলে চিৎকার করেন এবং ভুক্তভোগীর মাথায় আঘাত করেন ও তার ঠোঁট ফাটিয়ে দেন।

অভিযোগ অনুযায়ী, গ্রিনব্লাট ভুক্তভোগীকে বেশ কয়েকটি ঘুষি মারেন যখন তিনি ফিফথ অ্যাভিনিউর কাছে ইস্ট ৫৩তম স্ট্রিটের সাবওয়ে স্টেশনে তার মোবাইল ফোন হাতে নিয়ে তাকে অনুসরণ করছিলেন। এ সময় তিনি ভুক্তভোগীকে সন্ত্রাসী বলে অভিহিত করেন এবং বলেন, এশিয়ায় ফিরে যাও। ভুক্তভোগী যখন জানতে চান কেন তিনি তার মুখে থুতু ফেলেছেন, তখন তিনি বলেন, এটাই আমি করি। মুসলিমদের মৃত্যু হোক।

ম্যানহাটনের সুপ্রিম কোর্টে গ্রিনব্লাট তার বিরুদ্ধে আনা ঘৃণামূলক অপরাধ হিসেবে দুইটি আক্রমণ এবং মারাত্মক হয়রানির অভিযোগ অস্বীকার করেন। তিনি ব্রুকলিনে চলমান দুটি মামলায়ও অপরাধমূলক দুর্বৃত্তির অভিযোগের অভিযুক্ত আসামি ।

ম্যানহাটনের বিচারক তার ক্রিমিনাল কোর্টে শুনানিতে প্রসিকিউটরদের বেল চাওয়ার আবেদন প্রত্যাখ্যান করেন, তবে তাকে নজরদারিতে রাখার নির্দেশ দেন এবং একটি ক্লিনিকাল মূল্যায়নের জন্য পাঠানোর আদেশ দেন।

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ এক বিবৃতিতে বলেন, অভিযোগ অনুসারে, ডেভিড গ্রিনব্লাট একজন ব্যক্তিকে তার ধর্ম ও জাতিগত পরিচয়ের কারণে আক্রমণ করেছিলেন এবং তার প্রতি বর্ণবাদী, ইসলাম-বিরোধী শব্দ ব্যবহার করেছিলেন। আমরা আমাদের শহরে ঘৃণার কোনো স্থান নেই তা নিশ্চিত করতে যারা এই ধরনের ঘৃণামূলক কাজ করে তাদের দায়বদ্ধ করতে থাকব।

আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত, ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস ১৩৯টি ঘৃণামূলক অপরাধের মামলা পরিচালনা করছেন। মামলাগুলোর মধ্যে ৩৯টি ইহুদি-বিরোধী, ৩১টি এশিয়ান বা ভারতীয়-বিরোধী, ২৮টি সমকামী-বিরোধী, ১৫টি হিস্পানিক বা মেক্সিকান-বিরোধী, ১০টি মুসলিম বা আরব-বিরোধী এবং ১০টি কৃষ্ণাঙ্গ নিউ ইয়র্কবাসীদের লক্ষ্য করে সংঘটিত হয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)