বিয়ানীবাজার সমিতির ব্যাক টু স্কুল সাপ্লাই বিতরণ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 05-09-2024

বিয়ানীবাজার সমিতির ব্যাক টু স্কুল সাপ্লাই বিতরণ

গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ওজনপর্কে নিজস্ব ভবনে স্কুলগামী ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাক টু স্কুল সাপ্লাই বিতরণ করেন। স্কুল সাপ্লাই নেওয়ার জন্য বাচ্চাদের নিয়ে অভিভাবকরা আসেন। অনুষ্ঠানে নতুন প্রজন্মের ঢল নামে। সাপ্লাই সামগ্রিতে স্কুল ব্যাগ, নোট বুক, কালার পেন্সিল, পেন্সিল ইরেজারসহ ৭টি জিনিস ছিল। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির বর্তমান সেক্রেটারি রেজাউল আলম অপু। তাকে সহযোগিতা করেন সহ-সেক্রেটারি রাজু আহমদ। স্কুল সাপ্লাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি আব্দুর রব মিয়া, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, বর্তমান কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব মোহাম্মদ তালহা, সাবেক দফতর সম্পাদক আব্দুল হামিদ, সাবেক সহ-সভাপতি গৌছ উদ্দিন খান, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার ফয়সল আহমদ, বিয়ানীবাজার সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল হোসেন, দফতর সম্পাদক শামছুল আলম, প্রচার সম্পাদক আবু রাসেল, সদস্য মাসুদুর রহমান, মোহাম্মদ হাছান প্রমুখ। সামগ্রী স্পন্সর করেন বাংলাদেশ সোসাইটির ক্রীড়া সম্পাদক লিটন আহমদ ও আবুল কালাম ভূইয়া। সভাপতি স্কুল সাপ্লাই বিতরণকে সুন্দর করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন সমিতির এই কার্যক্রম চলমান থাকবে। সমিতি ২০০ ছাত্রছাত্রীর মধ্যে স্কুল সাপ্লাই বিতরণ করে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)