অন্তর্বর্তী সরকারের কাছে রোডম্যাপ ঘোষণা দাবি বাম জোটের


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 11-09-2024

অন্তর্বর্তী সরকারের কাছে রোডম্যাপ ঘোষণা দাবি বাম জোটের

বিশেষ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার; আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ; দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, রেশনিং চালু; খেলাপি ঋণ ও পাচারের টাকা উদ্ধার, দুর্নীতিবাজ, ঋণখেলাপি, অর্থ পাচারকারীদের বিচার, সম্পদ বাজেয়াপ্ত; সংস্কারের রূপরেখাসহ রোডম্যাপ ঘোষণা ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার; গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা শুরু করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদেরে উদ্যোগে ১০ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার বিকেল ৪:৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাম গণতান্ত্রিক জোটের ভারপ্রাপ্ত সমন্বয়ক ও বাসদের সহকারি সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি কমরেড মো. শাহ আলম, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)-র সমন্বয়ক কমরেড মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু. বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী। সমাবেশ পরিচালনা করেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য কমরেড খালেকুজ্জামান লিপন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী শাসক উচ্ছেদের পর এখন ফ্যসিবাদী ব্যবস্থা উচ্ছেদ প্রয়োজন। দুর্নীতির দায়ে অভিযুক্তদের গ্রেফতারই যথেষ্ট নয়, দুর্নীতি এবং পাচারকৃত টাকা উদ্ধার করতে হবে। নেতৃবৃন্দ বলেন, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ সবখানেই সংস্কার প্রয়োজন কিন্তু সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকলে এবং জবাবদিহির ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না। নেতৃবৃন্দ বলেন, এক দখলবাজের পরিবর্তে আর এক দখলবাজ নয়, সাম্প্রদায়িক হামলা ও নিপীড়ন নয়, দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট নয়, দেশের টাকা পাচার নয় এবং দিনের ভোট রাতে নয় এটাই দেশের গণমানুষের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের রূপরেখা হাজির করার জন্য সমাবেশ থেকে নেতৃবৃন্দ জোর দাবি জানান।

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন পথ প্রদক্ষিণ করে পল্টনে গিয়ে সমাপ্তি ঘোষণা করে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)