হেফাজতের ঢাকা মহানগরে সভাপতি ও সেক্রেটারীর নাম ঘোষনা


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 21-09-2024

হেফাজতের ঢাকা মহানগরে সভাপতি ও সেক্রেটারীর নাম ঘোষনা

হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিবকে সভাপতি এবং মাওলানা মামুনুল হককে সাধারণ সম্পাদক করে হেফাজতে ইসলামে বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ঘোষিত হেফাজতের ঢাকা মহানগর কমিটি পুনর্বহাল করা হয়েছে।

শনিবার বাদ জোহর রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়ায় হেফাজতের খাস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরামর্শ সাপেক্ষে কমিটি সংযোজন এবং বিয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়া বৈঠকে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনো আলেম না থাকায় বিস্ময় প্রকাশ করেন হেফাজতে ইসলামের নেতারা। এই কমিটি প্রত্যাখ্যান করে অবিলম্বে আলেমদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

এদিন সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসিনার শাসনামলে বিভিন্ন সময়ে জাতীয় পাঠ্যপুস্তকের অসঙ্গতি ও বিতর্কিত বিষয়গুলো নিয়ে ওলামায়ে কেরাম ব্যাপকভাবে সোচ্চার ছিলেন। অথচ আজ এই নতুন বাংলাদেশে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে আলেম সমাজকে বঞ্চিত করে আবারও বিতর্কের পথ বেছে নেওয়া হলো। আলেমবিহীন এই বৈষম্যমূলক কমিটি আমরা জোরালভাবে প্রত্যাখ্যান করছি। পাঠ্যপুস্তকে ইসলামবিরোধী কিছু কন্টেন্ট এখনো বিদ্যমান। সেই কারণে পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে বিজ্ঞ আলেমের উপস্থিতি অপরিহার্য।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)