ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান তাবিথ আউয়াল


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 23-09-2024

ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান তাবিথ আউয়াল

ফুটবলে দীর্ঘদিন চেপে বসা সালাহউদ্দিন সরে দাড়ানোর ঘোষনার পরই তাহলে এ পদে আসছেন কে? ফুটবলের দ্বায়িত্ব নিতে আগ্রহ অনেকেরই। কেউ কেউ তাদের আগ্রহও প্রকাশ করেছেন। তবে সাংবাদিক সম্মেলন ঘোষনা দিলেন একজন, তিনি তাবিথ আউয়াল। বিএনপির এ নেতা তার আগ্রহের কথা জানিয়েছেন আজ সোমবার।

তিনি বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আগামী নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন। অবশ্য তার বিষয়টি আগ থেকেই উড়ছিল ফুটবলাঙ্গনে। তবে তখন আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তাই ধোঁয়াশা ছিল। অবশেষে আজ সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাফুফে নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন আব্দুল আউয়াল মিন্টুর ছেলে  তাবিথ আউয়াল।

কীভাবে, কাদের সঙ্গে নিয়ে নির্বাচন করবেন সে বিষয়ে পরে জানাবেন বাফুফের সাবেক এই সহ-সভাপতি। কারা কাউন্সিলর হন, কারা নির্বাচন করবেন তা দেখে প্যানেলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তাবিথ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)